রাস্তা যখন শেষ ,  সামনে বয়ে যাচ্ছে নদী
নিজের  স্রোতে , বাঁক ফুটিয়ে -
গা ভাসালে কোথায় যাবে কেউ জানে না।


এব্ং বুড়ো শিমূল গাছে আর ফুল ধরবে কিনা
আশ্বাস নেই।


পৃথিবী হয়ত একঘেয়ে তার আবর্তনে
গরুর গাড়ির চাকার মত
ক্যাঁচোর কোঁচর আওয়াজ তুলে
ঘুরে যাবে, ঘুরেই যাবে -
কিন্তু সূর্য আগের মত জ্যোতি দেবে এমন কোন
আশ্বাস নেই।


অনিশ্চিত এমন কালে ,
পথিক তোমার দুঃখ হল


আরো একটু সময় পেলে ...


রাস্তা যখন শেষ , এবং যখন
গা ভাসালে কোথায় যাবে কেউ জানে না


একটু সময় নষ্ট হলে ,নষ্ট হত -
কি বা এমন নষ্ট হত !