তোমার বর্ণমালার আখরগুলি
শরতকালে শিউলি যেমন ঘরের মাঠে-
ছড়িয়ে আছে ঠোঁটের ওপর , স্লেটের বুকে,
আমার মেয়ের সহজপাঠে।
আমি তাদের সোহাগ করে , চুমো খেয়ে
স্পর্শ করি ফুলের মত, আলোর মত
প্রাণের কথা, বুকের কথা, অন্তরঙ্গ বলাবলি
চিরসখা ডাকি ওকে, পত্র পাঠাই ,
উন্মুক্ত আকাশে ওর ডানা মেলি ।
সারাদিন গোপন ছুরি রক্ত ঝরায় জনারণ্যে -
তোমার ঘরে রাখা আমার একান্ত সরস্বতী
বিন্দু বিন্দু জীবন ঢালে - বিষাক্ত ক্ষত মুখে।
নিভৃত এক মুগ্ধ কোটর তোমার মহাবটের শাখায় -
পাখির মত নিশ্চিন্তে প্রথম দিনের ভালবাসা
আমরি বাংলা ভাষা।