পাহাড় চূড়ায় উঠে একবার সূর্যাস্ত দেখে নেওয়া
ব্যাস , এতটুকু ঋণ রয়ে গেল এ জন্মের কাছে  
বৃদ্ধ অসহায় অর্জুনের মত
আমিও যথা সময়  অভ্যস্ত গাণ্ডীব তুলতে ই পারিনি ।
অথচ এখন তো মহাপ্রস্থানে আর যায় না কোনো পথ ।
কাজেই অন্ধকার ভেঙে ভেঙে নীচে আরো নীচে অধোগতি ,
এছাড়া কোন গন্তব্য নেই ।
চালাকি র মত কিছু উপমায় ক্ষতস্থানে ব্যান্ডেজ
এবং অবশ্যই চোখে ঠুলি ।
অথচ কি প্রচণ্ড ইচ্ছা হয়
ভূলুণ্ঠিত শিরস্ত্রাণ আবার মাথায় রাখি ।
একটু অহংকার, সে তো মানব জন্মের উত্তরাধিকার ছিল ।
সময়ের বাটালি ছেনে ছুঁয়ে  মসৃণ করেছে ঠিকই
তবে উচ্চতা বড় বেশি কমে গেছে ।
মানুষ থেকে সরীসৃপ থেকে অ্যামিবা
কোন অন্ধকার পিচ্ছিল সুরঙ্গ পথে
জন্ম থেকে জন্মান্তর  পিছনে হাঁটতে থাকি ।


বন্দনা মিত্র