প্রতিটি রোমকূপে ছড়িয়ে পড়ছে পোড়া গন্ধ-
স্তব্ধতা ঢাকছে আমার নাক, রুমালের দরকার নেই।
শব্দে শব্দ মেলালে ঝড় ওঠে, গানও
রুক্ষতার গান পুড়ে ছাই হয়। আগুন কোথায়?


মননে কয়েকটি প্রতিচ্ছবি - নিশ্চুপ নিথর:
কখনো চেনা মানুষও হয়ে ওঠে অচেনা,
অচেনা ভয়ঙ্কর রকমের সহজ হয়ে যায়।
হাত বাড়ালে বন্ধু কোথায়?


এখানে সবাই প্রতিযোগী
ফুটপাথে এক টুকরো রুটি, ছুটছে কয়েকটা ক্ষুদার্থ মানুষ
এ ছোটার কোনো শেষ নেই, বিশ্রাম নেই।
রুটি কখন বদলে যায় শ্যাম্পেনে
খেয়াল করে না কেউ।
ঘোর কাটে, যখন দেখি
মুখ থুবড়ে পড়ে আছি রাস্তার উপর।
দৌড়টা কোথা থেকে শুরু করেছিলাম, মনে নেই।
শরীর তখন ক্ষত-বিক্ষত, মাথায় রক্ত:


চেয়ে দেখি তখনো দুটি হাত আমার দিকে বাড়ানো।
কি সেই সম্পর্ক? যার কোনো সংজ্ঞা নেই।
পোড়া গন্ধটা এবার নাকে অাসছে-
পুড়ছে সবাই;
শুধু তুমি আমি পুড়ছি না।


                                                    (রচনা-২০.১.২০১৪)