ভোরের কুয়াশায় ভিজে একটি দোয়েল
গেয়ে যায় দিবাকরের অাগমনী।
শিশিরের স্নিগ্ধতা জমতে থাকে
দু'চোখের পাতায়। ভাললাগাও।
একটি নতুন সকাল আমার প্রতিক্ষায়,
অথবা সকালের প্রতিক্ষায় আমি।

নেভে না কখনো স্বর্গদ্বারের চিতা,
তবুও সেই বালুকাবেলায়
আমি গড়ে তুলি বালির প্রাসাদ।
আমার বিষ্ময় লাগে,
সেখানেও সুখেরা গল্প জমায়।
ভরসার রঙ ডানায় মেখে
উড়ে আসে অাগামী।
বিশ্বাসের সোপান হয় গড়া–
আমাকে ঘিরে। উদযাপনের হিল্লোল ওঠে।
এ আমার পরম পাওয়া।

আপন মেজাজে আমি
কার্নিসে দাঁড়িয়ে তারাগুনি,
আর কলমির লতার মতো
স্বপ্নের জাল বুনি অবেলার অবসরে।
নাকে ভেসে আসে ক্ষীরডালের ঘ্রাণ।
বেদনারা যায় বেনোজলে ভেসে,
আর ভোরের দোয়েল দিয়ে যায়
অন্তিমের দিকে এগোনোর বার্তা।
তবুও ক্ষণিকের এই অবসরে
আনন্দের জোয়ারে ভাসুক হৃদয়।


(১.৭.২০১৪-কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)

(আজ ১ জুলাই আমার ২৮তম জন্মদিনে এই কবিতা উত্সর্গ করলাম আমার সমস্ত প্রিয়জনদের আসরের সমস্ত পাঠক-পাঠিকাদের। সকলকে অনেক অনেক অভিনন্দন।)