২৯
আলো গন্ধে অন্ধ কবি


রাত দুপুরে       কে নাকী সুরে
গান শাবলে      গর্ত খুঁড়ে ?


গর্তে যারা        লাগায় চারা
ছায়াসুখী         তাদের পাড়া ।


বৃষ্টি নামে         ছন্দ-গ্রামে
ঘুমন্ত ফুলে        নৌকো থামে ।


চাঁদু দাঁড়ি         নৌকো পাড়ি
নৌকো নয়       আকাশ-বাড়ি ।


সকাল আসে      ইঙ্কু ঘাসে
দেবদূতীরা        মুচকি হাসে ।


পাতার পুটে      সূর্য মুটে
আলো বইছে      ছুটে ছুটে ।


আলো গন্ধ        মন্দ মন্দ
কথাহারা         কবি অন্ধ ।


৩০
জম্বুক ও শম্বুক


জম্বুকে আর শম্বুকে  হল ভারি বন্ধুত্ব ;
“ঘর নিয়ে ঘোরাঘুরি, এ কী শখ ধুত্তোর ।
ঘর ছেড়ে একটি বার বাইরে এসে দাঁড়া,


‘বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া’ ।“


শুঙ্গটি বাড়িয়ে তখন হেসে বলল শম্বুক,
“অন্তরে মুক্তি আমার যে না বোঝে উজবুক ;
মুক্তির টানে যদি আজ বাইরে দাঁড়াই ...
কী করে চলবে বিশ্ব আমাকে ছাড়াই ?”