কড়া রোদে তপ্ত দুপুর
পুড়ছিল মাঠ,
লক্ষ জনতা রেসকোর্সে
শুকিয়ে হলো কাঠ।


কেবলই তবু বাড়ছে ভিড়
শুনতে সে ভাষন,
বঙ্গবন্ধু বলে গেলেন আর
দেবনা করতে শোষণ।


চায় না মোরা আমজনতা
থাকতে পরের শাসনে,
সেটা ছিল আসল কথা
বঙ্গবন্ধুর ভাষণে।


সেই ভাষণের সূত্র ধরে
গোত্র হলো শেষ,
বিশ্বনেতা বঙ্গবন্ধুর আজ
স্বাধীন বাংলাদেশ।