ও মৃত্যু, আমি ভিখারী নয়, যে তোমার দয়া চাইব।
দুর্বল নয়, যে মরার আগে মরে যাবো।
আমি সত্যের পথে নিষ্ঠাবান পথিক।
মিথ্যা থেকে সত্যকে পৃথক করাটা, আমার লাগে ঠিক।
আমি চেতনাময় এক নির্ভীক সৈনিক ।
জানি তুমি আজ শকুন শানিত আমার ভুলে,
ক্ষমা নেই তোমার বিধানে।
তবে আমি খুশি, প্রতিবাদের আলোকশিখা দেখেছে জনে জনে।
আমি নির্ভীক, আমি ইন্দ্রজিৎ,
চেতনায় বিবেক জাগাতেই, আমি রণাঙ্গনে।
আমি রুদ্র, আমি রুক্ষ, মায়াহীন সংসারে,
জীবন আমায় দিয়েছে সমাজ, কালো ভ্রমর সংহারে ।
মৃত্যু তুমি বৃথা চেয়ে থাকো, পারবেনা আমায় হারাতে।
দৃঢ়তা আমাকে বিজয় দেখাবে,
স্বচ্ছ সমাজ গড়তে।
আমি নাটুকে প্রেমিক নয়, যে সাদা চোখে কালো চশমা পরে ছলনার স্তুতি গাইব।
আমি নেতাও নয়, যে আমৃত্যু জনগণকে মিথ্যা প্রতিশ্রুতির জোয়ারে ভাসাব।
আমি নিজ মর্জির মালিক, করি সেটা, হৃদয় যেটা বলে ঠিক।
পারবনা আমি ধর্মের ভন্ড ষাঁড় হতে,
পারবনা আমি অত্যাচারীর অন্যায় মেনে নিতে,
পারবনা হপ্তা দিতে,
পারবনা আমি নিশিত রাতের মায়াবী শকুন হতে।
আমি হরবোলা দাম্ভিক,
উলঙ্গো রাজাকে তাইত জানাই ধিক ধিক শতধিক ।
মরুভূমি বুকে, আমার তৃষ্ণা অফুরান,
দুনিয়াতে আর রাখবনা কোন জীবন্ত বেঈমান।
বিচার যেথা শূন্য হাতে দীর্ঘশ্বাসে বাঁচে,
সাদা হাতে কালোর দমন করব এক নিমিষে।
পারবনা আমি বসন্তের কোকিল হয়ে প্রেমালয়ে বাঁচতে,
প্রতিবাদটা রক্তে আমার গদ্দারী নয় বন্ধুত্বে।
পারবনা আমি দয়া-দাক্ষ্যিণ্যের পরজীবী হয়ে বাঁচতে।
পারবনা আমি বিবেক হারায়ে, চাটুকারিতা বুদ্ধিজীবী হতে।
চেতনা আমায় পথ দেখিয়েছে আলোক যোজন দূরে,
বিবেক আমার স্পর্ধা দিয়েছে, আর নয় ভবঘুরে।
চাইনা আমি বিষয়-আশয়, চাইনা শোষক হতে।
চাইনা আমি নিজের স্বার্থে পদলেহন করে থাকতে।
মৃত্যু তুমি পারবেকি আমায় যমালয়ে বেঁধে রাখতে?


- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)