ভালোবাসার কাঙাল ছিল মন।
লোহিত সাগরের স্রোতে ভেসেছে
চোরা বালির বন্ধন ।
বুঝিনি, তবু ভাল ছিলুম, অবিশ্বাসের হাত ধরে।
ভাবনায় উড়ত কবুতরের ডানা।
অন্তরে ছটফট করত, হৃদয় বিনা হৃদয়ের শূন্যস্থান ।
তার বুকে মাথা রেখে শুনতাম হৃদয়ের স্পন্দন ।
লম্বা ঝুড়ি বটগাছটার তলে বসে
অর্ধেক কপালে রোধ মাখতাম,
আর অর্ধেকটা জুড়ে থাকত আদরের চুম্বন ।
পাগল মন বোঝেইনি, অচেনা পৃথিবীতে বাকি আছে ক্ষতি ।
কালো চোখে সাদা দেখার অফুরণ চেষ্টা।
আকুল মনে দাগ কেটেছে “রক্তমাখা চাঁদ”।
মন থেকে শরীরটা আজ ব্রাত্য।
কবেই যেন আয়নার ভিতরে হারিয়ে গেছি।
স্মৃতির আঙিনায় জমেছে অভিমানের পাহাড় ।
ধামা চাপা বেদনার শব্দ, আজ নীরবে গুমরে ওঠে।
পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ভালোবাসার আলো আঁধারি ক্ষণ।
একদিন কানে কানে বিবেক বল্ল –
যারে ডাক আপন ভাবি
সে করেছে পর।
তার নিমিত্তে অভিমান দেখাও?
নিজেরে পাল্টাও।
অভিমানের মর্য্যাদাটা কী সে রাখে ?
তবে কেন দাও ডুব অসম্মানভরা আত্মগ্লানিতে ?
শক্ত হাল ধর, মাতাল সমুদ্রে ভাস ।
ঘেন্নাটা বাঁচিয়ে রেখো প্রতারকের তরে।
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)