তোর কিসের অহংকার?
সাড়ে তিন হাত বাই দেড় হাত, ছোট্ট একটা ঘর।
নেইতো আলো, নেইতো পাখা, অতল অন্ধকার।
দরজা জানালা ভুলে থাকিস,
শুধুই হাহাকার।
নেইতো বন্ধু, নেইতো আপন, ডাক্তার, উকিল, পুলিশ।
মন্দির, মসজিদ, নেই গির্জা,
নেই কোনো সুপারিশ।
ধর্মের বিভেদ যতই দেখাও জাতের অহং মেখে।
ছোট্ট ঘরে ফিরতে হবে
ধন- সম্পদ রেখে।
জীবন হেথা মৃত্যুর পরে, স্বর্গ কিংবা দোজখ।
বিচার তোমার কর্ম করবে,
নেইতো কোনো সুযোগ।
হিন্দু হলে চিতায় যাবি, মুসলিম হলে কবরে শুবি,
এটাই পৃথিবীর সত্য।
জীবন হেথা হিসাবের খাতা, বাকিটা সবই ব্রাত্য।
শোনরে আহমকের দল,
দুনিয়াটা শুধু মায়ার বাঁধন,
করিসনে তাই ছল।
আলোর দিশা দেখাতে গেলে, নিজে আলো মাখিস,
মিথ্যা, প্রতারনা ছেড়ে দিয়ে
অহংকারটা ঢাকিস।
সত্যটাকে বুকে রাখিস, সাহস অনেক পাবি,
মেপে বুঝে পা বাড়ালে
সফল অনেক হবি।
ভালোবাসার খেয়াতে চেপে দুনিয়াটা দেখিস।
সাধ- সাধ্য তাল মিলিয়ে
মনের হরষ মাখিস।
ঈশ্বরকে মনে রাখিস, গুরুজন কে মাথায়,
স্নেহর পরশ মাখিয়ে চলিস, ছোট দেখবি যেথায়।
ধোঁকা, আঘাত অনেক পাবি প্রেম বিলাতে গিয়ে,
জীবনটাকে এগিয়ে চলিস, সদা হাস্য হয়ে।
শত্রু মিত্র অনেক পাবি দুনিয়ার স্রোতে ভাসলে,
বিজয় ডংকা উড়িয়ে চলিস হৃদয়টা তোর হাসলে।
মনে রাখিস ছোট ঘর তোর, রাখার জায়গা নেই।
মাপ কাঠিটা দুনিয়ায় পাবি, ছলনায় লাভ নেই।
দুহাত ভরে বিলায়ে থাকিস, দেওয়ার জায়গা হেথা,
কর্মটা শুধু ভাল করিস, ইজ্জত পাবি সেথা।
নির্দয়কে ভালবাসিস প্রেমের পরশ দিয়ে,
ঘরছাড়াকে ঘরে ফেরাস জঞ্জালটাকে ঢেকে।
জাতের বড়াই করিসনে আর, জীবন কদাকার।
সাড়ে তিন হাত বাই দেড় হাত, ছোট্ট একটা ঘর।
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)