গিরগিটি


কাল এক অজাতক গিরগিটি দেখেছিলাম।
দেহহীন আত্মার মত পথে পড়ে।
সযত্নে তুলে নিলাম বুকে।
আদরের স্পর্শ দিয়ে বোঝালাম ভালোবাসার মানে।
শেখালাম বিশ্বাস আর ভরসা রেখ আমরণ প্রাণে।


আজ এক পরিপূর্ণ গিরগিটি দেখলাম !
মৃগ মারিচের মত ছলনায় মাখা মাখি,
মিনিটে মিনিটে রং বদলাতে।
অকৃতজ্ঞ ছোট মন, উপেক্ষা প্রহসন,
উভচর হয়ে ছোটে মরীচিকার পানে।
ভুলেছে আদুরে মন, অহং এ ভরা ক্ষণ ,
বিষধর সাপ হয়ে দংশিতে আসে।
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)