ইচ্ছে করে শাকচুন্নি
তোর হাতটা ধরে ছুটি,
চাঁদের সাথে নীলিমা মাঝে
ইচ্ছেডানা মেলি।


ইচ্ছে করে শাকচুন্নি
তোর কথামালা শুনি,
ছাতিমগাছের তলে বসে
নয়ন মেলে দেখি।


ইচ্ছে করে শাকচুন্নি
তোর বুকে লুকাই,
বটের ঝাড়ে খুঁজতে গিয়ে
নিজেকে হারায়।


ইচ্ছে করে শাকচুন্নি
তোর চোখের তারায় দেখি,
মেঘের সাথে ঝগড়া করে,
নীল গগনে ভাসি।


খোয়াই তীরে গড়বো বসত
ইচ্ছে অনেক দিনের,
ভালবাসায় ভরিয়ে দেব
দিন গুনবো সুখের।


ইচ্ছে করে শাকচুন্নি
দুষ্টুমিটা করি,
তোর লাজে রাঙা শাসন চোখের
মিষ্টি পরশ মাখি ।


ইচ্ছে করে তোকে দেখি রাজকন্যার বেশে,
ঘোড়া ছুটিয়ে শাকচুন্নি যাচ্ছে আরব দেশে।
ইচ্ছে করে শাকচুন্নি
তোকে লুকিয়ে রাখি।
অবুঝ সমাজ বুঝবেনা আজ,
তোর সাথে কেন মাখি।


আয় রে আয় শাকচুন্নি
বুকের মাঝে আয়,
সপ্ন চোখের ভেঙে দুজন
দরিয়াতে হারাই।


জীবন মাঝে তোর অশ্রু
বুলেট হয়ে বাঁধে।
আনন্দেতে ভাসিয়ে দেব
তুই থাকলে সাথে।


শাকচুন্নি, তুই কী জানিস
আমার ব্যথার ডালি?
আমার হৃদয়বাগান শূন্য কেন,
কেন নেইতো মালি?


হাসনুহানার গন্ধ মাখিস
পরীর ডানা মেলে,
মনের মানুষ বুঝে যাবে,
শাকচুন্নি এলে।


তোর জন্য বাঁধন হারা
পাগল ফাগুন মন।
হৃদয় মাঝে পেখম মেলিস,
তুই যে সারাক্ষণ ।


   -ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)