তোমার নির্মল ভালোবাসার আস্থায় বড় সাধ জাগে মনে।
ইচ্ছে হ্য়, আমিও অন্য নারীর মত সুখে ঘর বাঁধি।
মনের ঈশান কোণে, ছোট্ট একটা প্রশ্ন ঘোরা ফেরা করছে ।
তোমার বাহুডোরে আমায় কি চিরকালের জন্য আবধ্য ক.....?
না থাক। আমরা নষ্ট নারী ।
ভালোবাসার অমোঘ অনুভুতি যে
আমাদের অধিকার থাকতে নেই।
আজ অনুভূতিকে দূরে ঠেলি অনুভুতি মেখে,
হৃদয়ে পাথর চেপে।
বুকের মাঝে আঁকি বুকি কাটি ।
মনজোড়া আনন্দের মাঝে একরাশ দীর্ঘশ্বাস
কুরে কুরে খায় সর্বক্ষণ ।
মনের গহীনে বৃষ্টি নামে অঝোর ধরা হয়ে ।
বাইরের প্রখর রৌদ্র অন্তরের মেঘকোনাকে পিঘলিত করে না ।
নিষিদ্ধ ভালোবাসার সাগরে
নৌকার হাল ধরার মনটা ভাসবেনা জানি।
আজ থাক, মেঘের চাদরে অন্তরের কষ্টটা ঘুমাতে চাইছে।
না, আর কোনদিন এই ইচ্ছা প্রকাশ করার কথা স্বপ্নেও ভাববনা ।


- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)