অব্যাক্ত  


বুকের খাঁচায় ছটফট করা অস্থির পাখিটা
ঠোকরাতে থাকে অবিরাম ।
দম বন্ধ হতে থাকে
পাহাড়ী ঘন কুয়াশার মাঝে।
রক্তাক্ত হৃদয়ে, দূর গগনের তারা হয়ে জানান দেয় স্মৃতির আঁতুরঘর ।
দূরের ক্ষীণ আলোকশিখা
মনের নিগূঢ় অন্ধকারে
প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করে চলেছে...।
তুমি নেই, আমি নেই।
আবদ্ধ দুয়ারে আজ
হৃদয়ের মোচড় দেওয়া অব্যাক্ত যন্ত্রনা
লাভা হয়ে প্রবাহমান
নামহীন ঠিকানায় ।


                     - ফারুক মল্লিক