কি মজা, কি মজা, তোমরা কত ভাল।
তোমরা থাক ঝুপড়ি, ফুটে,
আকাশ মাটি আলো।
উঁচু তলাতে এ. সি. বেশি, চাঁদ মামাটাই নেই।
তোমরা বাপু ভাল আছো,
এ.সি-র দরকার নেই।


কি চমত্কার, কি চমত্কাকর, তোমরা কত ভাল।
বৃষ্টি এলে ভিজতে পার, কি বা এল গেল।
আমার বাবার মস্ত ছাতা,
বৃষ্টি দেখে পালায়,
ভিজলে যদি সর্দি লাগে,
ডাক্তার কামাই নাই।


কি সুন্দর, কি সুন্দর, তোমরা কত ভাল।
শীতের রাতে ছেঁড়া কাঁথায় একসাথে সব থাক।
জান, আমাদের দুঃখ কত ? আলাদা ঘরে থাকি।
একসাথে যে কবে থাকবো !
দুঃখে কম্বল ঢাকি।


খেলার সাথী নেইকো আমার,
মনটা কেমন করে।
সারাক্ষণ মোবাইল-এ কি কারুর  ভাল লাগে?


মানুষ হেথা অনেক দেখি,
তোমরা কি সুন্দর
মোদের ঘরে মেশিনের বাস,
দেয় শুধু মন্তর।


সত্যি তোমরা মানুষ ভাল, মনটা বড় রাখ,
বড় দিন আর ঈদ, পুজোতে
এক সাথে সব মাতো।
ভাবছি আমি বড় হয়ে মাটির সাথে রব,
উঁচুতলা ভেঙে দিয়ে
তোমাদের মত হব।
                  
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)