“তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব নয়”।
অপরাধ?
জানিনা।
কারন?
জানিনা।
আহীর মার্টিনেজ হাসপাতলের বিছানায় শুয়ে
এক নির্বোধ শিশুর মত হেসে শুধু বলেছিল-
ভালোবাসার বোধনে না হয়
একটা নিষ্ঠুর বিসর্জনের পালক যুক্ত হল।
না, চোখে আর বইবেনা অভিমানের অশ্রু।
হৃদয়ের রক্ত ক্ষরণে বিলীন হয়ে যাক তোমার শেষ চিহ্ন টুকু।
মাম্পি গ্লোরিয়া, আমার অবুঝ মনটাকে নিয়ে তুমি শুধু ছেলেখেলা করলে।
তোমাকে পাগলের মত ভালবেসেছিলাম।
অনাথ হওয়ার যন্ত্রনাটা শুধু অনাথই বোঝে।
তোমার কষ্ট ভীতির মুখটা আমায় ক্ষয়িষ্ণু করেছিল।
তোমার খুশির জন্যই কিডনিটা আমি তোমার মা-কে দান করেছিলাম।
আর তুমি ......!
হায় রে ভাগ্য !
বেদনার শীলালিপিটা তোমাকে যদি একবার দেখাতে পারতাম।
অনেক সাধ ছিল তোমায় সাথে স্বপ্নের ঘর বাঁধব ।
ভালোবাসার ভেলায় চড়ে গোটা ম্যাক্সিকোটা ভালোবাসায় ভরিয়ে দেব ।
চোখ খুলে আজ শুধু বুঝলাম,
আমার শরীরে আরো দশটা কিডনি যোগ হলেও
তুমি আমার থাকতে না।
আমি লুজার নই, যে নিজেকে নিঃশেষ করে তোমাকে শাস্তি দেব,
আবার মহানও নই, যে তোমাকে ক্ষমা করব।
তোমাকে দেওয়ার মত আমার আর কোন
অঙ্গ অবশিষ্ট নেই।
হ্যাঁ, ভালবেসেছিলাম।
তাই দেহের শেষ নিশ্বাসটা তোমার জন্য তুলে রাখলাম।
অন্তহীন স্তব্ধতায় মলিন হয়ে আসে আবেশ।
লজ্জায় মুখ ঢাকে অহংকারী সূর্য্য ।


- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)