বৈশাখ এলে জীবন খোলে
নতুন নতুন খাতা
বছর ঘুরে এলে দেখো
খুলে খুলে পাতা
কতটা যোগ কত বিয়োগ
দেখে নাও হালখাতা।।  


কত যে পথ হাঁটা হলো
কত যে মুখ চেনা
গত বছর কত শত  
হলো আনাগোনা
মনের ঘরে এনে দিলো
কি যে কত ব্যথা।।


কতটা চাও এবার তুমি
কত যে কি হবে  
পাবার মতো চাইলে পাবে
সকল সোনার ভবে  
মাটির ঘরে খাঁটি করে  
বুকটা রাখো সাদা।।