ও প্রাণ-কালিয়া রে  
এতো পাষাণ হইলা তুমি  
বলো ক্যামন কইরা
তোর লাইগা রে পরাণ আমার  
কাইন্দা যায় গো মইরা।।

দিনে দিনে ফুরায় বেলা
যায় যে জীবন বইয়া
পথ চাইয়া রে সোনার যৈবন  
যায় গো মাটি হইয়া  
আর কতকাল বেহাল দশায়  
থাকবো সবুর কইরা।।


মনে-প্রাণে তোমায় ডাকি
যাও রে সকল ছুঁইয়া  
যাও কইয়া রে ক্যামন কইরা    
একলা থাকি শুইয়া  
আর কত জল গড়লে তোমায়    
পাইবো আপন কইরা।।