ঈদের দিনে ঈদের খুশি
একটি আছে দাবি
কষ্টে যারা ওদের কথাও
একটু যেন ভাবি।


ভাই ভাই এই দ্বীনের বাণী
বিধান দিলেন যিনি
কেউ ভেবেছি অর্থ কি তার
আমরা কোন দিন ই।


ভাই এর গায়ে পুরান জামা
নূতন নিজের গায়ে
ঈদের নামাজ পড়তে যাবেন
কি বলে নিজ রায়ে।


ঈদের মানে খুশির সুবাস
ধনী গরিব মিলে
দেই বিলিয়ে হাসিখুশি
দিলটা মিলাই দিলে।