একটি ছবি সকাল থেকে সন্ধ্যাবদি আঁকি
নেই মোটে তায় একটুখানি আলসেমি বা ফাঁকি ।
চোখ  দু‘টো তার হরিণ ডাগর কাজল কাজল টানা
দেখলে যেন ঠিক মনে হয় নিখুঁত ষোল আনা ।
সুঠাম দেহের  রঙটা হবে ডালিম দানার লাল
মুচকি হাসি সরল মুখে নিটোল কাঁচা গাল।
রঙ এর সাথে রঙ মিশিয়ে তুলির আঁচড়  টেনে
এই ছবিটা আঁকতে আমার কাটছে সময় ধ্যানে।
দিন ফুরিয়ে মাস চলে যায় বছর আসে ঘুরে
কল্প কলায় আঁকছি ছবি মনের আকাশ জুড়ে।
ভিন্ন রূপে,রূপ নিয়ে সে লুকায় আবার আসে
কানের কাছে ঠোঁট লাগিয়ে মিষ্টি করে হাসে।
একটি ছবি আঁকায় আমার যাচ্ছে জীবন চলে
ছবি আঁকার স্বাদ মিটে যায় সঙ্গী তুমি হলে।