বাপের ঘরে খাই এখনো
চাকরি খুঁজি ঘুরে
চাকরি আছে তেপান্তরে
অনেক অনেক দূরে।


যায় না ধরা হয় না কিছু  
ঘুরছি তারই পিছু পিছু
বায়োডাটার বস্তা হাতে
ছুটছি প্রতি ভোরে।


চাকরি হলে সবার আগে
দেখবি হাজির আরামবাগে
স্বপ্ন মাখা সোনার লকেট
সত্যি দেবো তোরে।


এখন না হয় কাটছে আমার
চাকরি খুঁজে  ঘুরে।