আজ নয় ভেদাভেদ , থেকে পাশাপাশি
ছোট বড় ভাই ভাই, মুখে মুখে হাসি।
এক মন, এক পথ, এক সাথে চলি
আমাদের মাঝে কেন হবে দলাদলি ।
কিয়ামের, সিয়ামের কোরানের মাস
সেই পথে চলি করি সুখে বসবাস ।
দুর্দিনে ধনী , দীনে ভাই ভাই মনে
থাকি যেন মিলে মিশে পাড়া প্রতি জনে।
বিবেদের কটুকথা কটু ভাষা তীরে
হানা দেবে কেন শুনি শান্তির নীড়ে।
ঈদ মানে সুখ প্রীতি শুধু ভালবাসা
আগামীর দিন গুলো মন ভরে হাসা।