একটি অভিমত


মমিনুল হক


এ ভাবে বলা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। ব্যক্তিগত পর্যায়ে নেবেন না যেন। লেখালেখির জগতে যারা আসেন ভেতরে তাড়না আছে বলেই কলম হাতে তুলে নেন। ফেরিওয়ালা ফেরিতে বেরুলে কিছু নিয়েই তো ফেরিতে নামেন। আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সেটি হল লিখার উপর যারা মন্তব্য লিখেন সে বিষয়টি নিয়ে। লিখকদের জন্য মন্তব্য প্রেরণাদায়ক সন্দেহ নেই। আমি একটু ভিন্ন ধাচে গিয়ে বলতে চাচ্ছি এতে কতটুকু লাভবান হন একজন লিখক। ধরুন একজন রোগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার খুটিনাটি নানান বিষয় আলোচনা করেন যেন রোগ নির্ণয় করে ভাল চিকিৎসা দিতে পারেন। আমি মনে করি একজন ভাল লেখিয়ে হবার জন্য তার লিখার বিভিন্ন দিক গুলা তুলে ধরে মন্তব্য করা হলে তিনি আরো বেশি সতর্ক হয়ে ভাল লিখতে পারবেন।লিখার গঠনমূলক সমালোচনা একজন চিকিৎসকের মত কাজ করে। উত্তম ভাবে সুস্থ্য সমালোচনা সবার জন্যই সুফল বয়ে আনবে। এটি আমার নিছক ব্যক্তিগত মতামত।