কার ঘরে কে থাকবো ক‘দিন,দেখব দু‘দিন পর
আমি,তুমি নেই কেহ আর শূন্য আছে ঘর।
ধনের পাহাড়,জীবন বাহার স্বপ্ন ঘেরা দিন
এক নিমিশে হচ্ছে কেমন সব কিছু বিলীন ।
বিবেদ,শোষণ,অত্যাচারে সমাজ জনপদ
অশান্তির এক আখড়া যেন হয়েছে পর্বত।
আপদ,বিপদ নানা ভাবে ঢুকছে ঘরে ঘরে
এই বিপদে লক্ষ মানুষ যাচ্ছে সদা লড়ে।
সহায়,সাহস পায়না মানুষ শুধুই কেবল জ্বালা
ভোগ বিলাসে কাটছে যাদের আছে মামু খালা।