গাছপালা নদী নালা
খাল আর বিলে
পাখ-পাখি ওড়ে ঘুরে
ওড়ে গাংচিলে।


ফোটে ফুল, কানে দুল
ছোটে রুমা, রুমী
ফাল্গুনে মৌ মৌ
নেই চোখে ঘুম ই।


ফুলে ফলে সাজ-গোছ
প্রজাপতি ডানা
রূপে রূপ অপরূপ
মন মানে মানা।


মনোহারা ফাল্গুনী
মিটি হেসে হেসে
কুয়াশার শীত ছেড়ে
ফিরে এলো দেশে।