নূতন জামাই করছে কামাই
অনেক উঁচায় কেমনে নামাই।
ঘর বাড়ি আর দালান কোটা
বলব কত এটা  ওটা।
নাম না জানা ব্যবসা পাতি
বাড়ছে হু হু রাতারাতি ।
কেবল শুধু এটুক জানি
বিদেশী মাল হয় আমদানি ।
মালগুলা কি হয়নি জানা
বলতে নিষেধ  জানতে মানা।