সোনার চামচ দেয়নি মুখে
মাটির ঘরে মায়
শীতের  কাঁপন রাত্রি জেগে
আঁচল ঢেকে গায়।


লালন পালন, সোহাগ আদর
কতই আপন মায়ের চাদর
দিন গুলো সব মনের পাতায়
কেমনে ভুলা যায়।


যার পেটে আজ জন্ম নিয়ে
হলাম বড় ডিগ্রী, বিয়ে
গাড়ি,বাড়ি,আয়েস মজা
করছি অঢেল আয়।


কার ত্যাগে এই সুনাম খ্যাতি
দিন বিবেকের রায়।