আমাদের ভেতরের শত শত ইচ্ছে
মুকুলের মত কত উঁকি ঝুঁকি  দিচ্ছে।
মুখ ফুটে মুখে মুখে পারি না তা বলতে
ধূকে ধূকে শোকে শুধু বুকে থাকে জ্বলতে।
স্বপ্নের ছায়া ঘেঁষে চায় মনে বাড়তে
বাংলার দামালেরা পারে কভু হারতে।
বুলেটের ঘা এ ঝরা বুক ভরা রক্তে
বাংলাকে রেখে গেছে সম্মানি তখতে।
ভুলব না কোন দিন এই ঋণ ভাষাকে
মন প্রাণে পুষে যাবো বুকে জমা আশাকে।