একটা কবিতা লিখবো বলে
আজ সারা রাত জেগে ছিলাম।
অথচ একটি অক্ষর ও হয়নি লিখা।


চারদিক কেমন বিদঘুটে অন্ধকার
আমি কিছুই  দেখতে পাচ্ছি না।
মনে হচ্ছে কে যেন আমার গলা পেঁচিয়ে ধরছে
আমি ছটফট করছি
ছটফট করছি।
কে, কে, কে আমার ঘরে?


হঠাৎ দেখি আমি ছাড়া ঘরে কেউ নেই।
পাখাটা ঘুরছে
আলো জ্বলছে
ঠিকঠাক সব চলছে।


ব্যাপারটা আমার কাছে বড় আশ্চর্য মনে হল।
জানো, এ রকম আমার হয়নি কোনদিন।


বিশ্বাস কর, আমি তোমার বিশ্বাস ভঙ্গ করিনি।


অনি মানে আমার ভাগ্নী
জ্বরে কেমন যেন করছিল
এক্ষুণি ডাক্তার দেখানো জরুরি
বাসায় কেউ নেই। এই খবর নিয়ে এসেছিল আমার বোন। তুমি একটিবার জানতেও
চাইলে না তার পরিচয় ।
যেভাবে এসেছিলে ঠিক সেভাবে ই
হঠাৎ চলে গেলে
আমি থ হয়ে দাড়িয়ে থাকলাম
তোমার চলে যাওয়া পথের দিকে চেয়ে।