ঈদের কপাল সবার কি আর
সমান সমান হয়
আমরা থাকি রাস্তা ঘাটে
লোকে মন্দ কয়।


কাক কুকুরের মতই জীবন
ঝুট কুড়িয়ে খাই
ঘর সংসার বলতে গেলে
কিচছু মোদের নাই।


কষ্ট লাগে নষ্ট পশু
যখন শরম লুটে
ঘৃণা ছি ছি অবহেলা
ভাগ্যে মোদের জুটে।


ঈদের মানে এই
খুশি যাদের নেই।