মমিনুল হক


স্বপ্ন গুলা টুকরো হয়ে
ভাঙছে পাড়া গাঁয়ে
স্বপ্ন গুলা কাঁদছে দেখুন
পিষ্ট ওদের পায়ে।


স্বপ্ন গুলা অন্ধকারে
মরছে ভীষণ একা
দাপটওয়ালার দাপট খেয়ে
যাচ্ছে না আর টেকা।


স্বপ্ন গুলার ভিখেরী মুখ
ময়লা কাপড় ছেঁড়া  
ফুটপাতে রোজ বাউল বাউল
করছে ঘুরাফেরা।


স্বপ্ন ভাঙার দেশ কি এটা
স্বপ্ন দেখাও মানা
অভিশাপের গ্লানি নিয়ে
বোঝা ই কেবল টানা।