আচ্ছা এবার বল
অই যে বিরাট জলের সাগর
কত্তো আছে জল।


সবুজ পাহাড় মাঠ
বৃক্ষ লতা ফসল ভরা
পৃথিবী বিরাট ।


চিন্তা করে বল
কে গড়েছে আকাশ তারা
চাঁদ বায়ূ অনল।


নানান স্বাদে রঙে রসে
কত্ত রকম ফল
কে দিয়েছে কে গড়েছে
বলতো এ সকল।


ধন রত্ন খাদ্য খনিজ
আলো বায়ূ জল
জীব জড় সব সৃষ্টি তাঁরই
জমিনের ফসল ।


সরল মনে সরল ভাবে
এই কথাটি বল।