আলোর নাকি ছায়া থাকে
সত্যটা কি তাই
আলোর মাঝে আলোই থাকে
ছায়া মোটেও নাই।


লোকে বলে লোকটা নাকি
ভুগছে মনের রোগে
কেউ দেখেছে মনটা কোথায়
কখ্খনো কোন্ যুগে।


গুপ্ত ধনের গল্প অনেক
শুনছি দেশে দেশে
গুপ্ত হলে কেমন করে
নেয় ঘরে ঠাঁই  এসে।


মিষ্টি কথার নেই জুড়ি তা
কেউ দেখেছে চেখে
বলার গুণে যায় কথারা
সুবাস মেখে মেখে।


নৌকা চালায় যে লোক তাকে
বলছি, ও ভাই মাঝি
বিয়ের  আসর,বাসর কি হয়
না হলে আর কাজী।


কাজের মাঝে নাম পরিচয়
কাজের কথায় আসি
কর্ম দিয়ে ই হোক পরিচয়
ভালবাসাবাসি।