শব্দ


মমিনুল হক


শব্দ গুলা চলছে ছুটে
সাড়ি বেঁধে  পড়ছে লুটে
কি মজা বাহ শব্দ খেলায়
একলা রোদে সকাল বেলায়
রিম ঝিমা রিম নানান তালে
নাচে আমার হৃদয় ডালে
বাঁজায় বাঁশি প্রাণের সুরে
মন বিশালের আকাশ জুড়ে
শব্দ আমার গোপন ধন
যাসনে চলে কু নির্জন।