ওড়ছে ডানায় কিচিরমিচির
বসছে গিয়ে ডালে
ঝগড়া ঝাটি আছে আবার
থাকছে একই পালে।


রাত কাটে কি শান্তি সুখে
সকাল রোদে বসে
খোশগল্প করে ফাঁকে
ঠোঁট দিয়ে গা ঘষে।


নেই পাখিদের চিন্তা থাকার
খাবার নিয়ে তাড়া
ওদের দেখে দেয় কখনো
ভাবনা বিবেক নাড়া।


জ্ঞান গরিমার মানুষ হয়ে
দুর্ভাবনায় দিন
যায় না অভাব চিন্তা হতাশ
আর যে কত ঋণ ।