স্মৃতি


মমিনুল হক


দিনটি তোমার মনে আছে


হাসতে হাসতে লুটিয়ে তুমি
ঘাসের ডগায় ইচ্ছে ঘষে
কেমন যেন উদাস হতে


স্মরণ আছে গোমতি পাড়ের
শিশির ভেজা সকাল রোদে
লজ্জাবতীর লজ্জা ভেঙে
সেই যে কত মজাই পেতাম ।


আজো ভাসে পালের নায়ে
গোমটা বউ এর উদাস চাওয়া
বাপের বাড়ির মায়ার ঘাটে


মনে আছে বাছুর  দৌড়ে পাল্লা  দিয়ে
হোঁচট  খাওয়া এক সকালে
বাপরে সে কি কান্না  ব্যাথা  
আজো মনে ঘন্টা বাজায়


বয়সটা যেই উঠলো বেড়ে
শহরমুখী জীবন ঘেঁষে
হারিয়ে  গেলাম কোথায় কোথায়
স্মৃতি ছেড়ে অ নে ক  দূ রে
ম নে  প ড়ে