আমাকে দেখেই বড় পড়লি যে সটকে?
আমি কোন ভুত নাকি? দেব ঘাড় মটকে?
এমনিতে ভালো আমি, কাউকে তো ধরি না;
কিল, চড়, লাথি, ঘুসি – কাউকে তো মারি না।
গোবেচারা লোক আমি, সাতে পাঁচে থাকি না;
কারো গালমন্দ আমি গায়ে মাখি না।
কিন্তু আমাকে দেখে ভয় ডর পেলে
গাল দেবো খামচে, কান দেবো মলে।
আবার করিস যদি পালাবার চেষ্টা;
জেনে রাখ, প্রাণ তোর চলে যাবে শেষটা।
                 —০০০—