আমার চিত্ত নৃত্য করে কবিতার বাণী ছন্দে,
আমার হৃদয় খুশিতে মাতে বন্য ফুলের গন্ধে।
আমার চিত্ত ঢাল বেয়ে নামে পাহাড়ী ঝোরার সঙ্গে,
আমার হৃদয় প্রেম খুঁজে মরে তাজমহলের অঙ্গে।
আমার দু‘চোখ ছুটে যেতে চায় স্বপনপুরীর পানে,
আমার শরীর ভেসে যেতে চায় নদীর স্রোতের টানে।
আমার কণ্ঠ ভরে যেতে চায় গানের কথায় সুরে,
প্রকৃতির গান ধ্বনি হয়ে বাজে আমার শরীর জুড়ে।
আমার চরণ ছুঁয়ে যেতে চায় এভারেস্টের শীর্ষে,
আমার আমি ছুটে চলে যায় আমিহীন মহাবিশ্বে।
                        —০০০—