কেহ মোরে ঘোড়া বলে, কেহ বলে অশ্ব;
ইতিহাস বলে, আমি বীরেদের পোষ্য।
উজ্জ্বল বাদামী রং গায়ে  মোর–
অথবা দুগ্ধসাদা, বা কালো ঘোর।
স্কন্ধে কেশর মোর সিংহ সমান,
আধুনিকার কেশসম পুচ্ছ বর্তমান।
নির্মেদ, স্মার্ট, আমি হ্যান্ডসাম;
প্রভুভক্ত, যুদ্ধপটু–  আছে মোর নাম।
রানা প্রতাপ সঙ্গী আমি যুদ্ধে হলদিঘাটে,
নির্ধনেরে করি ধনী ঘোড়দৌড় মাঠে।
পৃষ্ঠে মোর নেতাজী শ্যামবাজার মোড়ে,
দাঁড়ায়ে রয়েছি আমি বহুবর্ষ ধরে।
সূর্যের রথ টানি সাত অশ্ব মিলে,
পুরাণের কাহিনীতে এই কথা বলে।
              —০০০—