লিখেছেন মধু কবি – করিনু স্মরণ,
“হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন”;
অবোধ বাঙালি তারে অবহেলা করি’
পরভাষা ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
গৃহে যার প্রস্তুত স্বাদু পরমান্ন,
উদরপূর্তি তরে সে চায় ভিক্ষান্ন !
গৃহে যার সুধা – রবি, নজরুল,মধু
বৃথাই সে অন্বেষণ করে ফেরে মধু !
মাতৃভাষা মাতৃদুগ্ধ– অমৃত সমান,
ত্যজি তারে সুধা ভ্রমে করে বিষপান।
বিমাতার ছলনায় ভুলি কুসন্তান
গর্ভধারিনীরে যথা করে অসম্মান,
(অথবা) লাস্যময়ী তরুণীর রূপের মোহে
বিস্মৃত হয় নিজ জননীর স্নেহে;
সেইরূপ বঙ্গভাষা সয় অপমান,
নীরবে অশ্রুপাতে ক্ষমি’ কুসন্তান।
মাতৃভাষা ভুলে জাতি হলে আত্মবিস্মৃত,
ইতিহাস হতে তবে হবে সে অপসৃত।
                —০০০—