খড়ে ছাওয়া বাড়ীগুলি, তাতে স্নেহ মাখা;
উঠোনে ধানের গোলা, যেন ছবি আঁকা।
নিকানো উঠোনে ধান শুকায় রোদ্দুরে,
শালিক,চড়ুই সেথা খুঁটে খেতে চরে।
পর পর সারি বাঁধা মাটির দেয়াল,
তারই মাঝে পুঁই লতা, প্রকৃতির খেয়াল।
পুকুরে লাফায় মাছ, শঙ্খচিল ওড়ে;
বাঁশঝাড়, তালগাছ পুকুরের পাড়ে।
এঁকেবেঁকে সরু পথ চলে যায় ঘুরে,
আম,জাম, বটতলা ছায়াপথ ধরে।
রোদ্দুরে আলপনা এঁকে যায় রবি,
প্রকৃতির হাতে আঁকা উজ্জ্বল ছবি।
               —০০০—