বাংলা সুপ্রাচীন ভাষা এক, জেনো;
ঐতিহ্যের গরিমায় নয় কম, মানো।
পিছে যাও সহস্র বৎসর অবধি,
চর্যাপদ ছিল দশম শতাব্দী।
বাংলাকে পাবে সেই প্রাচীন চর্যায়।
খুঁজে পাবে বৈষ্ণব সাহিত্য চর্চায়।
বাংলাকে খুঁজে পাবে টেরাকোটা পাত্রে,
আরও পাবে পুরাতন মন্দির গাত্রে।
সহজ বাংলায় কৃত্তিবাস ওঝা
রামায়ন লিখেছেন, পড়ে যাবে বোঝা।
মধ্যযুগেতে লেখা মনসামঙ্গল,
চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল।
এরপর আধুনিক সাহিত্যের পর্ব;
আছেন যাঁরা বাংলার গর্ব –
বিদ্যাসাগর, মাইকেল, বঙ্কিমচন্দ্র
নজরুল, রবি আর শরৎচন্দ্র;
লেখক, কবি  যত  আরও,
তাঁদেরও সকলকে স্মরণ করো।
             —০০০—