ভাদ্র আমি, যদিও লোকে বলে ‘পচা ভাদর‘--
জানি আমি, ঐ ডাকেতে আছে অনেক আদর।
ডাকলে আমায় ‘পচা ভাদর‘--কী এসে যায় তাতে?
সাদা মেঘের ভেলায় ভেসে শরৎ আমার সাথে,
আয় রে শিশির, আয় শিউলি, ডাক দিয়ে যাই আমি
ঘাসের বনে শিশির নামে শিউলি কুঁড়ি চুমি’ ।
আমার ছোঁয়ায় বাতাসেতে আগমনীর সুর;
মা আসছেন,মা আসছেন, নয়তো বেশী দূর।
                 —০০০—