বছর বছর পূজি, দেবী, তোমায় ভক্তি ভরে;
পরীক্ষায় করি ফেল তবু বারেবারে।
অঞ্জলি দিতে আমি করি না তো ভুল,
তোমার পূজোর আগে আমি খাই না তো কুল।
পড়াশোনায় যদিও আমি দিই একটু ফাঁকি,
পূজোর সময় তোমার পায়ে সব বই তো রাখি।
প্রসাদ খাই ভক্তিভরে কুল, খিচুড়ি, মণ্ডা;
পরীক্ষাতে তবু কেন জিরো গণ্ডা,গণ্ডা?
প্রণামী তোমার খায় পুরোহিত, ইহাই কি কারণ?
হে দেবী, আমার প্রণাম করো হে গ্রহণ।
তোমার পায়ে মিনতি করি, এবার করাও পাশ;
তোমার ওপর বাড়ুক ভক্তি, বাড়ুক বিশ্বাস।
                   —০০০—