পেয়ালায় তরল আছে, আমরা বলি ‘চা’ ;
অন্য সবাই পান করে, আমরা বলি খা ।
সাহেবরা আনলো দেশে, ওরা বলে ‘টি’--
খেয়েই দেখ একটিবার, ছাড়তে পারবে কি?
চায়ের পাতা গরম জলে খাবে ফুটিয়ে,
খেতে পার দুধের সাথে মিষ্টি মিশিয়ে।
গরম গরম খায় রে সবাই সুড়ুৎ সুড়ুৎ করে,
ঘুমের থেকে উঠেই চা চাই কাক ডাকা ঐ ভোরে।
শীতের ভোরে লেপের ভেতর শুয়েই জোরে চেঁচাই,
“উঠব পরে, ঘুম কাটাতে আগে গরম চা চাই”।
                      —০০০—