শুনছি তুমি লিখছ নাকি পটল নিয়ে ছড়া,
ওকে নিয়ে লিখবে কি আর, ও তো পুঁচকে ছোঁড়া।
ও নাকি ফের বড়াই করে গায়ে ডোরা বলে,
আমার পানে তাকিয়ে দেখ, ডোরা দেখতে হলে।
পটলা ব্যাটার দেমাক কত, নিজেরে কয় রাজা-
হলে লম্বায় আমার মতো, তখন ঢাকটা বাজা।
লিখতে হলে আমায় নিয়েই দু-চার কথা লেখো,
আমার কদর বেশি কিনা নিজেই সেটা দেখো।
স্বাদেও আমি লা-জবাব, থাকলে সাথে দোস্ত;
কেজি তাহার আড়াই হাজার, নামটি তাহার পোস্ত।
আমারেই বোলো সবজির রাজা, বলতেই যদি চাও,
নয়তো শুধুই পেটটি পুরে যেমনটি খুশি খাও।