একদিন রাতে আমি দেখেছি স্বপন,
আমূল বদলে গেছে দেশটা কখন।
ডাকাত, চোরেরা সব হয়ে গেছে সাধু;
নিরাপদে পথে হাঁটে কন্যা ও বধূ।
কৃষকের ক্ষেত ভরা সবুজ ফসলে,
পথ পাশ ভরা কত কারখানা-কলে।
বেকার নেই তো কেউ, ব্যস্ত সবাই;
ক্লাবঘরে নেই লোক ,তালা ঝোলে তাই।
ফুটপাতে লোক হাঁটে, রাস্তায় গাড়ি;
সুন্দর,সাজানো দোকান ও বাড়ি।
ইস্কুলে পড়া করে বালক-বালিকা,
চারিদিকে নয়নের সুখের তালিকা।
হঠাৎ ঘুমটা শেষে ভেঙে গেল যেই,
দেখি দেশ ছিল যেথা, আছে সেখানেই।
              —০০০—