বৈশাখ ! তুমি আবার এসেছো !
সঙ্গে তোমার কী এনেছো?
ভ্যাপসা গরম, ঘামাচি,ঘাম?
কেন? ফল এনেছি– কাঁঠাল, আম।
কোথায় তোমার কালবোশেখী?
তোমার নামে নাম তো– না কি?
কালো মেঘ, ধুম্র, ভয়াল;
ঈশান কোনে পাহাড় বিশাল?
আসছে সে-ও, ভাবছো মিছে –
হয়তো একটু আগে-পিছে।
আর কী আছে সঙ্গে তোমার?
রবি ঠাকুর– জন্ম যে তাঁর,
আমার মাসেই – এই পঁচিশে,
বাঙালী হয়ে ভুললে কীসে?
বিশ্বকবি? ভুলবো কেন?
সব বাঙালীর রক্তে জেনো।
তারপর?
তারপর? বিদায় নেবো মাস শেষ যবে,
নতুন বছরে ফের দেখা হবে।
           ---০০০---