হেমন্তিকা


          সুভাষ চ্যাটার্জি


অবশেষে এলে তুমি, ওগো হেমন্তিকা।
শরৎ শেষে শীতের আগে– শরদোন্তিকা।
তোমার আকাশ লক্ষ তারার ভীড়ে
শীতল পরশ তোমার বাতাস ঘিরে
ঘাসের গালিচা রাত্রে মেখেছে হিম,
নবীন পাতায় সাজছে গাছেরা নিম।
তোমার হাতে শীতের চিঠি বার্তা নিয়ে,
‘‘আসছি আমি স্বল্পকালীন অতিথি হয়ে‘‘।
যাবার আগে বলি তোমায়,‘‘আবার এসো,
এই বাংলাকে আগের মতোই ভালোবেসো।‘‘
                    —০০০—