কবিতার বইয়ে মজে যদি চিত্ত,
জীবনেতে আসবেই জেনো বৈচিত্র্য।
রঙে রঙে ভরে যাবে জীবনের চিত্র,
যুগলবন্দী হলে শব্দের মিত্র।
জীবনকে ভরে দাও কবিতার ছন্দে,
ভরে দাও হাসি,গান, রূপ,রস,গন্ধে।
জীবনের বইয়ে থাক পাতা ভরা ছড়া,
থাক তাতে রঙ আর আনন্দ ভরা।
মনে রেখো, পড়া যায় শুধু একবার
জীবনের বইটা – নয় বারবার।
           —০০০—